মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০১০

কষ্টের সীমানা কতদুর

কষ্টের সীমানা কতদুর 
শাহনাজ পারভীন


তুমি জানতে চাইলে কষ্টের সীমানা কতদূর ?
আমি ভাবলাম-

কষ্ট, কারো জন্য পলক মাত্র
কারো কষ্ট প্রহর দিনমান
কারো বা সপ্তাহ মাস
কারো কষ্ট নিঙরে নিঙরে গড়িয়ে যায়
বছরের পর বছর
কারো কষ্ট জীবনের শেষ প্রহরে হয় শেষ,
বুঝি বা ওখানেই সুখ শুরু
মুক্তির আশায় শেষ ক্ষনটুকুর জন্য কাতর প্রার্থনা।

কারো কষ্ট থেকে থেকে আসে
যেন তপ্ত গ্রীষ্মের ঘাম ঝরানো দুপুরে

বনের ছায়ায় হঠাৎ খানিকটা শীতল হাওয়ার পরশে
ভুলিয়ে দেয় জীবনের চাওয়া পাওয়া
তার হিসেব নিকেষ মুহূর্তে অর্থহীন হয়ে ওঠে,
মনে হয় ভুলে যেতে পারলেই আসে সুখ,
ভুলে থেকেই পেতে হয় শান্তির আবেশ।

তার চেয়ে ভাল কষ্টের সীমানার কথা ভুলে গিয়ে
জীবনের জয়গান গেয়ে উঠি প্রতি মুহূর্তে

খুঁজি জীবনের সবকটি রঙ
ফিকে,গাঢ়, নীলাভ সবুজ-
নিয়ে আসুক আশার সংকেত,
কিংবা হলুদ, গাঢ় লাল
সুখ-দুঃখের মিশ্রণে
আস্বাদিত হই জীবনের প্রতিটি পল।


ক্ষণ, অনুক্ষণ
যোজন যোজন পথ চলি-

শ্রান্তিহীন,ক্লান্তিহীন বপন করি অনাবাদিত
ফসলের মাঠ,
আমার প্রজন্মের হাত ধরে, হয়তো আসবে
কষ্টের শেষে সুখের দিন,
কষ্ট করেই জীবনের সিড়িঁ পাড়ি দিয়ে
যদি হতে পারি, স্বর্গসুখে লীন
এই মর্ত্বেরই কোন কুটিরে,
শ্যামল ছায়ার তলে আমার বাংলায়।। 

সকাল-৭:৪৫ ,২২ ফেব্রুয়ারী ২০১০

ঢাকা