বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১

KONTOKER SHUROVI BILASH

 
 কন্টকের সুরভি বিলাস
       শাহনাজ পারভীন


আমাকে ফুল ভেবে
        যে ভুল তুমি করেছ
ভেংগে দিতে সেই ভুল,
        কাঁটা আমি,আঘাত করিনি।

কোমল থেকেছি, দ্ধত্য ভুলে
       ভালোবেসেছ বলে,

‘নিষ্ঠুর রক্তপাত শুধুই নিছক’ তা –ই তো মেনেছি;
ভালোবাসা পেয়ে,আমি ফুল হয়ে ফুটিনি
তবু মাধুরী ছড়িয়ে ফুলের স্বভাবে সেজেছি।

তবু নৈকট্যের দোষে,
        যদি খেয়ালের বসে,
কে জানে.. কখন... ভাংগে এই ভুল!!

20January,2011 raat,08ta

শনিবার, ২ অক্টোবর, ২০১০

সহযাত্রি

                      

                   সহযাত্রি
                  শাহনাজ পারভীন

মগজের ভিতর  কেবলি গুনগুনিয়ে
কিন্নর কন্ঠে গেয়ে যাচ্ছে...
আমি পারি না এড়াতে তারে
সে চলে,আমি চলি।

কোন দুর্গম পথে নয়,সরল পথে
কিংবা শিশিঁর ভেজা আলের পথ ধরে
নীলকরের  চাবুকের বারি এসে পড়ে
আমার পিঠে,ঘাড়ে,কোমরে
ঠিক তখনি ভালবাসার তীব্র ঘ্রাণ আসে-
আমার নাকে,আমি পারি না এড়াতে তারে
সে চলে,আমি চলি ।
বুকের বাঁধন আলগা হয়ে উঠে
ক্রমশঃ দুর থেকে দুরে,
সমুদ্রের তলটুকু খুঁজবার বৃথা চেষ্টা
অতসী মামীর লাঠির তোড়ে।

এ কোন দূর্গম পথ
পথের সীমানা পাই নাতো খুঁজে।
দু’টি সত্য আসে মুখোমুখি
আমি পারিনা এড়াতে তারে,
সে চলে,আমি চলি সোজা পথ ধরে।।

       ০২অক্টোবর,২০১০,ঢাকা।
   

সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০১০

যখন আমার মৃত্যু হবে-

        যখন আমার মৃত্যু হবে-
            শাহনাজ পারভীন

যখন আমার মৃত্যু হবে-
আমার প্রাণহীন এই মুখটা তোমরা দেখোনা,
আমার এই মুখটি দেখে কেঁদে কেঁদে আকাশ
বাতাস এমনকি কোন হৃদয়হীনকে ভারী করে তুলোনা
যখন আমার মৃত্যু হবে-
এই সংবাদটি তোমরা চারদিকে ছড়িয়ে দিও না,
সুগন্ধি চালের তেহারী, রকমারি মিষ্টিতে
প্যাকেট ভারী করে তোলনা বরং
সের পাঁচেক জিলেপি কিনে তুলে দিও এক মুয়াজ্জিনের হাতে
যখন আমার মৃত্যু হবে-
হয় যেন তা গভীর রাতে,
রাতের নিস্তব্ধতাকে অনুভব করে চলে যাব আমি চুপিসারে
এসেছি সবাইকে জানিয়ে চলে যেতে চাই-
নীরবে নিভৃতে,নয়তো তোমাদের ছেড়ে যেতে 
আমারও যে কষ্ট হবে
যখন আমার মৃত্যু হবে-
তোমরা সংবাটি পৌছেঁ দিও সন্ধানী চক্ষু ব্যান্কে
অথবা সরকারি কোন হসপিটালে, যেখানে আমি অংগীকার বদ্ধ
ওরা এসে তুলে নেবে আমার কর্ণিয়া দু'টো,
আমার কর্ণিয়াতে দু'টো মানুষ যারা জন্মান্ধ,
পৃথিবীর রূপ দেখতে পাবে- আহ্ ,কি সুখ!
মৃত্যুর পরেও পৃথিবীতে রয়ে যাবো দু'টো মানুষের চোখে

যখন আমার মৃত্যু হবে -
আমি হয়ে যাব একটি লাশ
তোমরা এই লাশটি নিয়ে শহর গ্রাম
টানাহেঁচড়া করোনা বরং আমার লাশটি তুলে দিও কোন বিদ্যালয়ে,
যেখানে শিক্ষার্থীরা শিখে নেবে দু' ছটি হাঁড় থেকে
তিনটি হাঁড় ভেংগে গিয়ে কেমন করে জোড়া লেগেছিল,
আমার হৃদপিন্ড থেকে কতটা রক্ত ঝরেছিল প্রতি নিয়ত
দেখে নেবে কতটা মুগ্ধতা ছিল আমার চোখে,
কি করে এতোটা ভালোবাসতে পেরেছিলাম

যখন আমার মৃত্যু হবে-
আমি হয়ে যাব একটি লাশ
এই লাশটি তোমরা দেখোনা  বরং
দেখে নাও এক্ষুণি এই আমাকেই- 
কতোটা ভালোবেসে আগলে রাখতে চেয়েছি
আমি তোমাদের।।
শাহনাজ পারভীন, ঢাকা , ২১ জানুয়ারী ২০০৮