শনিবার, ২ অক্টোবর, ২০১০

সহযাত্রি

                      

                   সহযাত্রি
                  শাহনাজ পারভীন

মগজের ভিতর  কেবলি গুনগুনিয়ে
কিন্নর কন্ঠে গেয়ে যাচ্ছে...
আমি পারি না এড়াতে তারে
সে চলে,আমি চলি।

কোন দুর্গম পথে নয়,সরল পথে
কিংবা শিশিঁর ভেজা আলের পথ ধরে
নীলকরের  চাবুকের বারি এসে পড়ে
আমার পিঠে,ঘাড়ে,কোমরে
ঠিক তখনি ভালবাসার তীব্র ঘ্রাণ আসে-
আমার নাকে,আমি পারি না এড়াতে তারে
সে চলে,আমি চলি ।
বুকের বাঁধন আলগা হয়ে উঠে
ক্রমশঃ দুর থেকে দুরে,
সমুদ্রের তলটুকু খুঁজবার বৃথা চেষ্টা
অতসী মামীর লাঠির তোড়ে।

এ কোন দূর্গম পথ
পথের সীমানা পাই নাতো খুঁজে।
দু’টি সত্য আসে মুখোমুখি
আমি পারিনা এড়াতে তারে,
সে চলে,আমি চলি সোজা পথ ধরে।।

       ০২অক্টোবর,২০১০,ঢাকা।
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন