সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০১০

যখন আমার মৃত্যু হবে-

        যখন আমার মৃত্যু হবে-
            শাহনাজ পারভীন

যখন আমার মৃত্যু হবে-
আমার প্রাণহীন এই মুখটা তোমরা দেখোনা,
আমার এই মুখটি দেখে কেঁদে কেঁদে আকাশ
বাতাস এমনকি কোন হৃদয়হীনকে ভারী করে তুলোনা
যখন আমার মৃত্যু হবে-
এই সংবাদটি তোমরা চারদিকে ছড়িয়ে দিও না,
সুগন্ধি চালের তেহারী, রকমারি মিষ্টিতে
প্যাকেট ভারী করে তোলনা বরং
সের পাঁচেক জিলেপি কিনে তুলে দিও এক মুয়াজ্জিনের হাতে
যখন আমার মৃত্যু হবে-
হয় যেন তা গভীর রাতে,
রাতের নিস্তব্ধতাকে অনুভব করে চলে যাব আমি চুপিসারে
এসেছি সবাইকে জানিয়ে চলে যেতে চাই-
নীরবে নিভৃতে,নয়তো তোমাদের ছেড়ে যেতে 
আমারও যে কষ্ট হবে
যখন আমার মৃত্যু হবে-
তোমরা সংবাটি পৌছেঁ দিও সন্ধানী চক্ষু ব্যান্কে
অথবা সরকারি কোন হসপিটালে, যেখানে আমি অংগীকার বদ্ধ
ওরা এসে তুলে নেবে আমার কর্ণিয়া দু'টো,
আমার কর্ণিয়াতে দু'টো মানুষ যারা জন্মান্ধ,
পৃথিবীর রূপ দেখতে পাবে- আহ্ ,কি সুখ!
মৃত্যুর পরেও পৃথিবীতে রয়ে যাবো দু'টো মানুষের চোখে

যখন আমার মৃত্যু হবে -
আমি হয়ে যাব একটি লাশ
তোমরা এই লাশটি নিয়ে শহর গ্রাম
টানাহেঁচড়া করোনা বরং আমার লাশটি তুলে দিও কোন বিদ্যালয়ে,
যেখানে শিক্ষার্থীরা শিখে নেবে দু' ছটি হাঁড় থেকে
তিনটি হাঁড় ভেংগে গিয়ে কেমন করে জোড়া লেগেছিল,
আমার হৃদপিন্ড থেকে কতটা রক্ত ঝরেছিল প্রতি নিয়ত
দেখে নেবে কতটা মুগ্ধতা ছিল আমার চোখে,
কি করে এতোটা ভালোবাসতে পেরেছিলাম

যখন আমার মৃত্যু হবে-
আমি হয়ে যাব একটি লাশ
এই লাশটি তোমরা দেখোনা  বরং
দেখে নাও এক্ষুণি এই আমাকেই- 
কতোটা ভালোবেসে আগলে রাখতে চেয়েছি
আমি তোমাদের।।
শাহনাজ পারভীন, ঢাকা , ২১ জানুয়ারী ২০০৮

1 টি মন্তব্য:

  1. যে ভাবে বয়স বাড়ছে, প্রিয়জন, আশংকা ক’রো না
    যে কোন মুহূর্তে চলে যাব।
    আরও কিছুদিন আছি; জীবনের দীর্ঘ প্রস্তাবনা
    তুচ্ছ হোক, তবু তা শোনাবো;
    যে আছো যেখানে – শুধু জীবিত জনেরে ডেকে বলি –
    তোমাদের অফুরান দান
    নিয়েছি, নি:শর্ত সেই পাওয়া, আমি পেয়েছি সকলি,
    দিয়েছি যে ধুল পরিমান।

    উত্তরমুছুন