রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১০

সেইজন

   সেইজন
  শাহনাজ পারভীন
তুমি কি আমার দুরের কোন জন? না, কাছের মানুষ।
ঘাসের বুকে যেমন শিশির
আকাশে মেঘ পুকুরে নীল পদ্ম
কিংবা কবির খেরো খাতা, পান্ডলিপি- যাতে তার শৈল্পিক ছোঁয়া     বা
গাঙচিল যেমন নদীর স্রোতের উজানের
জল ছুঁয়ে ছুঁয়ে উড়ে বেড়ায়
আমি যে তেমনি তোমারই।
যেমনটি করে বসন্ত কাটাবো আমরা দুজনে
তেমনি গ্রীষ্মের খরদুপুর
বর্ষার রিমঝিম শব্দে মুখরিত দিনরাত
শরতের ধবল কাশফুলের ছবি চোখে মেখে
পাড়ি দেবো হেমন্তের উঠোন
শীতের পাতা ঝরে পড়া দেখবো দুজনে
ফিরবো বার বার আবার বসন্তে।
তুমিতো সেইজন, যাকে চাইবো একান্তে সুখে আর দুঃখে।। 
         ঢাকা,মার্চ ২০০৫ 
Top of Form

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন