শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০১০

অফুরান বিশ্বাস

অফুরান বিশ্বাস
              শাহনাজ পারভীন

আজ কি বার ?

সকালের সবুজ ঘাসে কি শিশির জমেছে?
শভ্র প্রিজমে বিচ্ছুরিত আলোর ত্রিরঙা
ছটার জাল বিছিয়েছে কি সূর্য ?

ওখানে শুধু শিশির নয়-
মুগ্ধতার অনিমেষ চাহনীতে আছে
ভালোবাসার আশ্বাস;
দিক চক্রবালে পাখির কলতান,যেন
বলে দিতে চায়-আমি এখনো আছি বেঁচে
নিরন্তর নিই জীবনের পরম আশ্বাস।

এখন কোন সময়?
সময় কি শুধুই থেমে থাকে?
চলমান অশ্বশকটের ধূলায় কি শুধুই 
কালের মেঘ ওড়ায়?

কাল থেমে নেই,সবুজ-
সেও গাঢ় হয় হালকা ফিকে থেকে
পাতা-সেও বিবর্ণ হয়ে ঝরে ঝরে পরে।


তবুও কালের সে প্রসারিত বক্ষে
আমাদের নিতে হয়,সুখের সমস্ত পরশ
অংগে পল্লবিত হয়,আগামীর কিশলয়
বেঁচে থাকার,সুন্দর করে কাছে পাবার
জাগে অফুরান বিশ্বাস।


ঢাকা,বাংলাদেশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন