বুধবার, ১ সেপ্টেম্বর, ২০১০

তোমাকেই বলছি..

তোমাকেই বলছি..
শাহনাজ পারভীন

এক গোঁধুলি লগনে তাকিয়ে আছি দূরে..
শুন্য মাঠ,পাখির নীড়ে ফেরা,ধানের ক্ষেত,
কচি ধানগুলো বাতাসে দোল খাচ্ছিল আর
ঝিরঝির বাতাস এসে ছুঁয়ে দিচ্ছিল আমার অধর,
ঘনঘোর সন্ধ্যা নেমে এলে, দেখি তুমি!
কী ভাল যে লাগছিল..
কেমন করে বলি!

বসে আছি পূরোনো সেই চেয়ারটায়
তুমি গাইছো,একটার পর একটা ভাটিয়ালি আর..
আমি তখন নিজেকে লাল পাড়ে শাড়ি পরিয়ে,
কপালে টিপ,পায়ে নুপুর,হাতে কাচেঁর চুড়িতে, তোমার সখি,
ভাল লাগার সেইক্ষণ..
কেমন করে বলি!

আমি চেয়ে আছি অনিমেষে
ভাল লাগার ক্ষণ আজও আছে
শুধু তুমি রইলে না পাশে...
কেমন করে বলি!!!!



  

1 টি মন্তব্য: